১. সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ) আয়াত সংখাঃ ৭

 ১. সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ )আয়াত সংখাঃ ৭


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 


الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ 


01 যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। 


الرَّحْمـنِ الرَّحِيمِ 


02 যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। 


مَـالِكِ يَوْمِ الدِّينِ 


03 যিনি বিচার দিনের মালিক। 


إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ 


04 আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। 


اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ 


05 আমাদেরকে সরল পথ দেখাও, 


صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ 


06 সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।  





সুরা: আল-ফাতিহা তাফসীর

টিকা: ১) ইসলাম মানুষকে একটি বিশেষ সভ্যতা ও সংস্কৃতি শিক্ষা দিয়েছে। প্রত্যেকটি কাজ শুরু করার আগে আল্লাহর নাম উচ্চারণ করা সভ্যতা ও সংস্কৃতির একটি রীতি। সচেতনতা ও আন্তরিকতার সাথে এ রীতির অনুসারী হলে অনিবার্যভাবে তিনটি সুফল লাভ করা যাবে। একঃ মানুষ অনেক খারাপ কাজ করা থেকে নিষ্কৃতি পাবে। কারণ আল্লাহর নাম উচ্চারণ করার অভ্যাস তাকে প্রত্যেকটি কাজ শুরু করার আগে একথা চিন্তা করতে বাধ্য করবে যে, যথার্থই এ কাজে আল্লাহর নাম উচ্চারণ করার কোন ন্যায়সঙ্গত অধিকার তার আছে কি না? দুইঃ বৈধ সঠিক ও সৎকাজ শুরু করতে গিয়ে আল্লাহর নাম নেয়ার কারণে মানুষের মনোভাব ও মানসিকতা সঠিক দিকে মোড় নেবে। সে সবসময় সবচেয়ে নির্ভুল বিন্দু থেকে তার কাজ শুরু করবে। তিনঃ এক্ষেত্রে সবচেয়ে বড় সুফল হচ্ছে এই যে, আল্লাহর নামে যখন সে কাজ শুরু করবে তখন আল্লাহর সাহায্য, সমর্থন ও সহায়তা তার সহযোগী হবে। তার প্রচেষ্টায় বরকত হবে। শয়তানের বিপর্যয় ও ধ্বংসকারিতা থেকে তাকে সংরক্ষিত রাখা হবে। বান্দা যখন আল্লাহর দিকে ফেরে তখন আল্লাহও বান্দার দিকে ফেরেন, এটাই আল্লাহর রীতি।





English Tafheem:


1 One of the many practices taught by Islam is that its followers should begin their activities in the name of God. This principle, if consciously and earnestly followed, will necessarily yield three beneficial results. First, one will be able to restrain oneself from many misdeed, since the habit of pronouncing the name of God is bound to make one wonder when about to commit some offence how such an act can be reconciled with the saying of God's holy name. Second, if a man pronounces the name of God before starting good and legitimate tasks, this act will ensue that both his starting point and his mental orientation are sound. Third - and this is the most important benefit - when a man begins something by pronouncing God's name, he will enjoy God's support and succors ; God will bless his efforts and protect him from the machinations and temptation of Satan. For whenever man turns to God, God turns to him as well

ছপি ও লেখা : সংগৃহীত

Post a Comment

Previous Post Next Post

Follow Us

  • https://www.facebook.com/share/r/xjYMCygXkkLaWDLm/?mibextid=qi2Omg

Blog Archive

Apps Gallery

About Us

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Ads 728x90

Ads 728x90

Apps Gallery